Ajker Patrika

পরবর্তী সময়ে সরকার সমস্যায় পড়ার শঙ্কায় নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ২৩: ৫০
পরবর্তী সময়ে সরকার সমস্যায় পড়ার শঙ্কায় নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় জি এম কাদের

নির্বাচনে গেলে স্যাংশন আসতে পারে বলেও মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। 

নির্বাচনে যাওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই, আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে? আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না। এখন দলগতভাবে আমরা অনেক শক্তিশালী।’ 

সভায় আওয়ামী লীগের সঙ্গে জোটের প্রসঙ্গ নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা শীর্ষ নেতাদের কাছে তুলে ধরেন তৃণমূল পর্যায়ের নেতারা। বৈঠকের আলোচনার বিষয়ে দলের সূত্র বলছে, তৃণমূলের অধিকাংশ নেতাই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে না যাওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন। 

সভার বিষয়ে জানতে চাইলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, আন্তরিকতাপূর্ণ পরিবেশে সভা হয়েছে। সেখানে সবাই খোলামনে মতামত জানিয়েছেন। আগামীর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নিতে চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন সবাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত