‘১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা না নিলে শিক্ষকেরা বিভাগে ঢুকতে পারবেন না’
এর জবাবে রাকিব বলেন, দেখবেন বলতে স্যার! এ রকম বহুত দেখেছেন স্যার। দেখতে দেখতে এ পর্যন্ত আসছি। আর দেখাদেখির সময় নাই স্যার। ১ তারিখ (১ সেপ্টেম্বর) থেকে যদি পরীক্ষা শুরু না হয়, কোনো বিভাগীয় প্রধান, আমি এইখানে বইলা যাচ্ছি, কোনো বিভাগীয় প্রধান, আমি যদি স্যার ছাত্রলীগের সেক্রেটারি নাও থাকি, আমি যদি বাইচা