শিকলে বাঁধা ‘হাতির কড়াই’
নীলফামারীর তহশিলদারপাড়া গ্রামের বাসিন্দা হাজী এমদাদুল হক। তাঁর বাড়ির উঠানে শিকলে বাঁধা রয়েছে মস্ত বড় লোহার একটি কড়াই। তাঁর পূর্ব পুরুষেরা হাতিকে পানি খাওয়ানোর জন্য এটি ব্যবহার করত বলে জানান তিনি। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কড়াইটি পূর্ব পুরুষদের ২০০ বছরের ঐতিহ্য। হাতিকে পানি খাওয়ানোর জন্য এ ক