বাল্যবিবাহ বন্ধ: আলতা পরা পায়ে স্কুলের পথে ফেরত
পায়ের পাতায় আলতা, হাতে মেহেদি, চোখে লাজুক স্বপ্ন। অথচ স্কুলব্যাগ ছুঁয়ে থাকা বয়সেই জীবনের সবচেয়ে বড় দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল মেয়েটিকে। ১৪ বছর বয়সে তাকে বিদায় জানাতে প্রস্তুত ছিল তার পরিবার। ঠিক সেই মুহূর্তে বিয়েবাড়িতে হাজির ইউএনও। থেমে যায় বাল্যবিয়ে, জরিমানাসহ মেয়ের বাবার নেওয়া হয় মুচলেকা। গতকাল...