অনলাইন ডেস্ক
গ্রাহকদের অজান্তে মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করায় ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৩১ কোটি ৪৬ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড। গতকাল মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
এ রায়ে বলা হয়, গুগল গ্রাহকদের অনুমতি ছাড়াই তাঁদের মোবাইল ডিভাইসের তথ্য আদান-প্রদান করছিল, এমনকি ফোনটি নিষ্ক্রিয় থাকার সময়ও। এই কাজ ব্যবহারকারীদের জন্য ‘অনিবার্য বোঝা’ তৈরি করেছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদীপক্ষের একজন আইনজীবী জানান, এই ক্ষতিপূরণ পাবেন ক্যালিফোর্নিয়ার প্রায় ১ কোটি ৪০ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।
২০১৯ সালে করা এই মামলা ছিল ক্লাস অ্যাকশন মামলা। মামলায় অভিযোগ করা হয়, নিজের সুবিধার্থে যেমন: টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে ও নানা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীদের ফোন নিষ্ক্রিয় অবস্থায়ও তথ্য সংগ্রহ করত গুগল। এতে গ্রাহকদের অজান্তে তাঁদের মোবাইল ডেটা খরচ হয়েছে।
তবে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, কোম্পানিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, ‘এই রায় অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা, কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার জন্য অপরিহার্য সেবাগুলোর ভুল ব্যাখ্যা করে।
গুগল আদালতে দাবি করে, এই তথ্য আদান-প্রদান ব্যবহারকারীদের কোনো ক্ষতি করেনি এবং কোম্পানির সেবা ব্যবহারের শর্তাবলি ও গোপনীয়তা নীতিমালায় এসবের জন্য সম্মতি দিয়েছেন ব্যবহারকারীরা।
এদিকে ক্যালিফোর্নিয়ার বাইরে যুক্তরাষ্ট্রের অন্য ৪৯ রাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষে একই ধরনের অভিযোগে পৃথক মামলা ফেডারেল আদালতে করা হয়েছে। সান হোসের সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা ২০২৬ সালের এপ্রিলে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
গ্রাহকদের অজান্তে মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করায় ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৩১ কোটি ৪৬ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড। গতকাল মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
এ রায়ে বলা হয়, গুগল গ্রাহকদের অনুমতি ছাড়াই তাঁদের মোবাইল ডিভাইসের তথ্য আদান-প্রদান করছিল, এমনকি ফোনটি নিষ্ক্রিয় থাকার সময়ও। এই কাজ ব্যবহারকারীদের জন্য ‘অনিবার্য বোঝা’ তৈরি করেছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদীপক্ষের একজন আইনজীবী জানান, এই ক্ষতিপূরণ পাবেন ক্যালিফোর্নিয়ার প্রায় ১ কোটি ৪০ লাখ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।
২০১৯ সালে করা এই মামলা ছিল ক্লাস অ্যাকশন মামলা। মামলায় অভিযোগ করা হয়, নিজের সুবিধার্থে যেমন: টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে ও নানা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীদের ফোন নিষ্ক্রিয় অবস্থায়ও তথ্য সংগ্রহ করত গুগল। এতে গ্রাহকদের অজান্তে তাঁদের মোবাইল ডেটা খরচ হয়েছে।
তবে এক বিবৃতিতে গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, কোম্পানিটি এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, ‘এই রায় অ্যান্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা, কার্যকারিতা ও নির্ভরযোগ্যতার জন্য অপরিহার্য সেবাগুলোর ভুল ব্যাখ্যা করে।
গুগল আদালতে দাবি করে, এই তথ্য আদান-প্রদান ব্যবহারকারীদের কোনো ক্ষতি করেনি এবং কোম্পানির সেবা ব্যবহারের শর্তাবলি ও গোপনীয়তা নীতিমালায় এসবের জন্য সম্মতি দিয়েছেন ব্যবহারকারীরা।
এদিকে ক্যালিফোর্নিয়ার বাইরে যুক্তরাষ্ট্রের অন্য ৪৯ রাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষে একই ধরনের অভিযোগে পৃথক মামলা ফেডারেল আদালতে করা হয়েছে। সান হোসের সেই মামলার শুনানি শুরু হওয়ার কথা ২০২৬ সালের এপ্রিলে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নেতৃত্ব দিতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেটা। সোমবার (১৪ জুলাই) এক ফেসবুক পোস্টে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ২০২৬ সালে মেটার প্রথম এআই সুপারক্লাস্টার ‘প্রোমিথিয়াস’ চালু হবে।
১ ঘণ্টা আগেশিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান সেসেমি স্ট্রিট-এর জনপ্রিয় পাপেট চরিত্র ‘এলমোর’ এক্স অ্যাকাউন্ট হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। হ্যাকিংয়ের পর অ্যাকাউন্টটি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘পাপেট’ (হাতের পুতুল) বলাসহ ইহুদি নিধনের ডাক ও জে
২ ঘণ্টা আগেগত মাসের (জুনে) শুরুতে ‘দ্য ভেলভেট সানডাউন’ নামের একটি ব্যান্ড জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে প্রোফাইল তৈরি করে। দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের গান। তবে পরে জানা যায়, এই ব্যান্ডটি পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর। গান, প্রচারণার ছবি ও ব্যাকস্টোরি-সহ সবকিছুই তৈরি হয়েছে...
৩ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর সঙ্গে সর্বোচ্চ ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রাণালয়টিকে আধুনিকীকরণের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটির গ্রোক চ্যাটবটটি সম্প্রতি নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দেওয়ার পর এবং এক্সের
৭ ঘণ্টা আগে