৪৩তম বিসিএসে বাদপড়াদের দু-তিন দিনের মধ্যে নিয়োগ
৪৩তম বিসিএসে বাদপড়া প্রার্থীদের মধ্যে যারা ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ বা শিক্ষাপ্রতিষ্ঠানে বহিষ্কৃত হওয়ার মতো অপরাধে জড়িত নন, তাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দু-তিন দিনের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।