জঙ্গিবিরোধী অভিযান: ‘স্ত্রী-মেয়েসহ আটক শরিফুল ১৮ দিন আগে বাড়ি ছাড়েন’
শরিফুল কোনো দলের রাজনীতি করেন কিনা জানতে চাইলে জবাবে নজরুল মোড়ল বলেন, ‘জাকের পার্টির ভক্ত শরিফুল। প্রতি বছর ওরস হলে যায়। মাঝেমধ্যে আমিও যাই ওরসে। এটা তো কোনো রাজনৈতিক দল না। জঙ্গির সঙ্গে আমার ভাইয়ের পরিবারের যোগসূত্র আছে, এটা আমি বিশ্বাস করি না।’