হাসপাতালে সুস্থতা নয়, যেন মৃত্যুর ক্ষণ গুনছেন বৃদ্ধা
হাসপাতালে সুস্থ হতে নয়, যেন মৃত্যুর প্রহর গুনছেন অজ্ঞাত এক বৃদ্ধা। কয়েক মাস ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিঁড়ির নিচেই চিকিৎসাধীন তিনি। হাঁটা-চলা করতে পারেন না, কেবল শরীরের বিভিন্ন অংশের তীব্র ব্যথার কথা ব্যক্ত করতে পারেন। যে সিঁড়ির নিচে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেখানে শুয়েই মলমূত্র ত্যাগ করেন