একবার চার্জে শোনাবে ৫০ ঘণ্টা
গান শোনার জন্য এখন আর সাউন্ডবক্স ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের হেডফোন। সেই হেডফোনে যদি এক চার্জে দীর্ঘ সময় গান শোনার সুবিধা থাকে, থাকে নয়েজ ক্যান্সেলেশন, ডুয়েল কানেকটিভিটি, ব্লুটুথ কানেকশনের বিশেষ সুবিধা, তবে তা সোনায় সোহাগা। সনির নতুন ডব্লিউএইচ-সিএইচ৫২০ হেডফোন এমন সুবিধাই দেবে।