Ajker Patrika

দ্রুত চার্জ হয় যে স্মার্টফোনগুলো

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ৩০ জুন ২০২১, ০৮: ৫৪
Thumbnail image

ঢাকা: প্রায়ই বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের মনে হয় স্মার্টফোনটি কেন যে দ্রুত চার্জ হচ্ছে না! আসলে স্মার্টফোনের গঠনের ওপর নির্ভর করে সেটি দ্রুত চার্জ হবে কি-না । তাই আপনার যদি দ্রুত চার্জ দেওয়ার প্রয়োজন হয় তাহলে এমন একটি স্মার্টফোন বাছাই করুন যেটি দ্রুত চার্জ হয়।একটি স্মার্টফোন দ্রুত চার্জ হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে যে বিষয়টি সেটি হচ্ছে এটির চার্জার কত ওয়াটের সেটি। মোটামুটি ১৮ থেকে ২০ ওয়াটের চার্জার হলেই আপনার মোবাইল দ্রুত চার্জ হবে। বাংলাদেশের বাজারে থাকা যে মোবাইলগুলো দ্রুত চার্জ হয় সেগুলোর কিছু উদাহরণ এখানে দেওয়া হলো।

‘মটো জি১০ পাওয়ার’মটোরোলা
৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মনস্টার ব্যাটারি নিয়ে মটোরোলার ‘মটো জি১০ পাওয়ার’ এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে ৷  এই স্মার্টফোনটি ২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দ্রুত চার্জ দেওয়া  যাবে। ত্রিশ মিনিটের মধ্যেই এটি ফুল চার্জ হয়ে যায়।

রেডমি নোট ১০-এসশাওমি
শাওমির বেশ কিছু স্মার্টফোনে রয়েছে ভালো ওয়াটের চার্জার । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়া  যাবে। যেমন শাওমি রেডমি নোট ৯এস, শাওমি রেডমি নোট ৯, শাওমি পোকো এক্স৩প্রো, শাওমি পোকো এক্স৩ এনএফসি, শাওমি পোকো এক্স৩ (৬০০০এমএএইচ এডিশন), শাওমি পোকো এম ২ প্রো । এর মধ্যে রেডমি নোট ১০ এস ৩৩ ওয়াটের চার্জার নিয়ে গ্রাহকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এটি বিশ মিনিটের মধ্যেই এটি ফুল চার্জ হয়ে যায়।

ভিভো ওয়াই৫১ভিভো
ভিভোর ভালো ওয়াটের চার্জারবিশিষ্ট স্মার্টফোনের সংখ্যা বেশ ভালোই। এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়া  যাবে। যেমন ভিভো ওয়াই৫১ এ রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা।

অপো এফ ১৯অপো
অপোর বেশ কিছু স্মার্টফোনে রয়েছে ভালো ওয়াটের চার্জার । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়া  যাবে। যেমন অপো এফ ১৯। সেটটিতে রয়েছে ৩৩ ওয়াটের চার্জার। এটি গ্রাহকদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে। এটি বিশ মিনিটের মধ্যেই এটি ফুল চার্জ হয়ে যায়।

 টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ারটেকনো
টেকনোর বেশ কিছু স্মার্টফোনে রয়েছে ভালো ওয়াটের চার্জার । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়ার কারণে পাবেন অসাধারণ অনুভূতি। যেমন টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার, টেকনো স্পার্ক প্রভৃতি স্মার্টফোনগুলো দিবে দ্রত চার্জের অভিজ্ঞতা।

গ্যালাক্সি এম৬২স্যামসাং
ভালো ওয়াটের চার্জারের জন্য স্যামসাংয়ের তৈরি বিশেষ সুনাম । বাংলাদেশের বাজারে এই  স্মার্টফোনগুলোর অনেকগুলোই পাওয়া যাচ্ছে। যেমন গ্যালাক্সি এম৬২, গ্যালাক্সি এম১২।

রিয়েলমি নারজো ২০রিয়েলমি
রিয়েলমির বেশ কিছু স্মার্টফোনে রয়েছে ভালো ওয়াটের চার্জার । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়ার  যাবে। যেমন রিয়েলমি নারজো ২০ এ রয়েছে  টাইপ সি ১৮ ওয়াট কুইক চার্জ সুবিধা।

ইনফিনিক্স হট ১০ প্লেইনফিনিক্স
 আপনি যদি দ্রুত চার্জ দিতে চান তাহলে ইনফিনিক্সের বেশ কিছু স্মার্টফোন আপনি ব্যবহার করতে পারেন । এই স্মার্টফোনগুলো দিয়ে দ্রুত চার্জ দেওয়া  যাবে। যেমন ইনফিনিক্স হট ১০ প্লে ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত