চাঁদপুরে অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার, পাওনার জন্য হত্যা দাবি পরিবারের
চাঁদপুরে শরীফ তালুকদার (১৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকার একটি অটোরিকশার পার্টসের দোকান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বজনদের দাবি, পাওনা টাকার দাবিতে তাঁকে হত্যা করে লাশ ওই দোকানে ঝুলিয়ে রাখা হয়।