চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) দ্রুত উপাচার্য ও রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আগামী তিন কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার দুপুরে শহরের ওয়াপদা গেট খলিশাডুলিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান।
লিখিত বক্তব্যে জানানো হয়, ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপাচার্য নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়। তারপর এখনো নতুন উপাচার্য নিয়োগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরতে চান। উপাচার্য না থাকায় নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে করে তাঁদের শিক্ষাজীবন ঝুঁকির মধ্যে আছে। তাই যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হোক।
শিক্ষার্থীরা আরও জানায়, আগামী তিন কার্যদিবসের মধ্যে কোনো ফলাফল না পেলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন—মো. নাজমুল হাসান (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), তাহমিদ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), মো. নেহাল (আইসিটি), মাহমুদুল হাসান (আইসিটি), ফ্যালকন সৌরভ (আইসিটি), নাফিউল (আইসিটি) ও আহসান হাবীব (বিবিএ)।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) দ্রুত উপাচার্য ও রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আগামী তিন কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার দুপুরে শহরের ওয়াপদা গেট খলিশাডুলিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান।
লিখিত বক্তব্যে জানানো হয়, ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপাচার্য নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়। তারপর এখনো নতুন উপাচার্য নিয়োগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরতে চান। উপাচার্য না থাকায় নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমও বন্ধ রয়েছে। এতে করে তাঁদের শিক্ষাজীবন ঝুঁকির মধ্যে আছে। তাই যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হোক।
শিক্ষার্থীরা আরও জানায়, আগামী তিন কার্যদিবসের মধ্যে কোনো ফলাফল না পেলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন—মো. নাজমুল হাসান (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), তাহমিদ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), মো. নেহাল (আইসিটি), মাহমুদুল হাসান (আইসিটি), ফ্যালকন সৌরভ (আইসিটি), নাফিউল (আইসিটি) ও আহসান হাবীব (বিবিএ)।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
১৫ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
২৫ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে