এক সিনেমায় সালমান-শাহরুখ-আমির, ভালো গল্পের অপেক্ষা
বলিউডে খানদের আধিপত্য বহুল চর্চিত। তবে এক সিনেমায় সালমান, শাহরুখ ও আমির খানকে দেখার আগ্রহ দর্শকদের বহুদিনের। এ নিয়ে আশার বাণী দিয়েছেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন খানেরা। এ নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছে, সবাই সম্মতও হয়েছেন...