কক্ষ খালি নেই, তবু বুকিং
শীতের শুরু থেকেই কক্সবাজারে পর্যটকের ভিড় বেড়েছে। বছরের শেষদিনটি সামনে রেখে এখনো উল্লেখযোগ্য পরিমাণ পর্যটক আছে এখানে। পর্যটকের চাপ বাড়ায় কোথাও বুকিং দিয়েও কক্ষ পাচ্ছেন না, আবার কোথাও রুমসেবাও মিলছে না ঠিকমতো। এই সুযোগে হোটেলে কক্ষে খালি না থাকলেও মোটেলগুলোতে বুকিং দেওয়া হচ্ছে বলে অভিযোগ পর্যটকদের। কো