Ajker Patrika

সহস্রাধিক মুরগির বাচ্চা পুড়ল আগুনে

হাটহাজারী ও মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৪১
সহস্রাধিক মুরগির বাচ্চা পুড়ল আগুনে

চট্টগ্রামের হাটহাজারী ও মিরসরাইয়ে গত শনি ও গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, হাটহাজারীতে গতকাল আগুনে পুড়ে একটি খামারের সহস্রাধিক মুরগির বাচ্চা মারা গেছে। ভোর ৫টার দিকে হাটহাজারীর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামের নুরুল আলমের বাড়িতে মো. সাইফুল ইসলাম তাঁর বাড়ির তিন তলার ছাদে মুরগির খামার করেছিলেন। গতকাল ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে খামারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে খামারের ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের এক হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা জরুরি সেবা ট্রিপল নাইন (৯৯৯) নম্বরে ফোন দেয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে আসে। তবে আগুন নেভানোর আগেই খামারের সব মুরগির বাচ্চা ও খাবার এবং মালামালসহ পুড়ে যায়।

এ ব্যাপারে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাদেক হাসান বলেন, জরুরি সেবা ট্রিপল নাইন (৯৯৯) নম্বরে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা এক ঘণ্টার প্রষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে আগুনে খামারের মুরগিসহ সব মালামাল পুড়ে যায়।

এদিকে মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মসজিদিয়া পর্দ্দাবাজ গ্রামের মোশাররফ স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মোশাররফ স্টোরের স্বত্বাধিকারী মোশাররফ হোসেন শিবলী বলেন, ‘প্রতিদিনের মতো গত শনিবার রাত ১০টায় আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত ১টার দিকে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। দ্রুত ছুটে গিয়ে দেখি আগুনে সব পুড়ে যাচ্ছে। এর আগেও আমার দোকানে দুই বার আগুন লেগেছিল। আমার ধারণা কেউ শত্রুতাবশত আমার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত