ব্যক্তি একই, ভিন্ন নামে একাধিক মামলায় সাক্ষী
একই ব্যক্তি, কিন্তু ভিন্ন নামে একাধিক মামলায় সাক্ষী হয়েছেন। আবার মামলায় সাক্ষী হলেও আদালতে সাক্ষ্য দিতে আসছেন না। আদালত সমন জারির পর উল্লেখিত ঠিকানায় তাঁর কোনো হদিস মেলেনি। অভিযোগ রয়েছে, তিনি ফেসবুকেও ভুয়া নামে আইডি খুলেছেন। নিজের পরিচয় দেন ব্যাংক কর্মকর্তা বলে।