সোলার প্যানেলে বিদ্যুৎ পৌঁছে যাবে দুর্গম এলাকায়
দুর্গম এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে যাবে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। গতকাল বুধবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।