Ajker Patrika

সোলার প্যানেলে বিদ্যুৎ পৌঁছে যাবে দুর্গম এলাকায়

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১১: ১৮
Thumbnail image

দুর্গম এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে যাবে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। গতকাল বুধবার সকালে রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, “প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান বাস্তবায়নে আমরা ধাপে ধাপে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। পার্বত্যাঞ্চলে যে সব এলাকায় আগামী ৫ থেকে ১০ বছরেও বিদ্যুৎ সঞ্চালন লাইন যাওয়ার সম্ভাবনা নাই, ওই সব এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ পৌঁছে যাবে।”

উপজেলার বগাচতর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ শীর্ষক প্রকল্প (২য় পর্যায়) বাস্তবায়ন করছে পাচউবো। এর আওতায় গতকাল ৭৪০ পরিবারকে ১০০ ওয়ার্ড সোলার প্যানেল ও ১২ ভোল্টের একটি করে ব্যাটারি দেওয়া হয়।

নিখিল কুমার বলেন, ‘আমি চেষ্টা করব বগচতর ইপির রাস্তা, ব্রিজ সংস্কারকাজ করতে। এই ইউনিয়নে প্রায় ৯০০ পরিবারের তালিকা আছে, পর্যায় ক্রমে সবাইকে সোলার পানেল দেওয়া হবে।’

সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাচউবোর উপসচিব (সদস্য বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, অন্যান্য জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত