মুশতারী শফী অন্তিম শয্যায়
কারও হাতে ছিল ফুলের তোড়া, কেউ পরেছেন কালো শাড়ি-পাঞ্জাবি। কেউ কেউ নিয়ে আসেন লাল-সবুজের পতাকা। সবার একটাই ইচ্ছে, বেগম মুশতারী শফীকে শেষবারের মতো দেখা। তাঁর মরদেহ শহীদ মিনারে সকাল ৯টায় আনার আগেই রাস্তায় ভিড় জমতে শুরু করে। বেলা যত গড়িয়েছে, ভিড়ও বেড়েছে তত। শ্রদ্ধা জানানোর সময় অনেকের চোখে ছিল পানি। ফা