Ajker Patrika

কাবাডি টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৮
কাবাডি টুর্নামেন্ট শুরু

নগরীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী কাবাডি টুর্নামেন্ট। গতকাল বুধবার বিকেলে সিআরবি শিরীষতলায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাংসদ এম এ লতিফ। অন্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চিটাগাং চেম্বার কাপ কাবাডি ২০২১ আয়োজন করেছে। সাংসদ এম এ লতিফ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে অর্থনীতির উন্নয়নের রোল মডেল।

এ সময় এম এ লতিফ বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার ও মাটির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই কাবাডি টুর্নামেন্টের আয়োজন প্রমাণ করে চেম্বার শুধু ব্যবসা নয়, দেশ ও অর্থনীতির উন্নয়নে বিভিন্ন প্রণোদনামূলক এবং উৎসাহব্যাঞ্জক কর্মসূচিও নিয়ে থাকে।

চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, ব্যবসায়ী সমাজের কল্যাণে চিটাগাং চেম্বার নিরলসভাবে কাজ করে আসছে। ব্যবসায়ীরা দিন-রাত ব্যবসা করে, মেধা ও বুদ্ধি এবং ট্যাক্স দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছেন। তাঁদের বিনোদন ও আনন্দ দেয়ার জন্যই চেম্বারের এই ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্ঠানে চেম্বার সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, নাজমুল করিম চৌধুরী শারুন, এস. এম. তাসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, মো. জহুরুল আলম ও মাহফুজুল হক শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত