ফুটওভারব্রিজ নির্মাণসহ নানা দাবি
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই এই মহাসড়কে কোথাও না কোথাও ঝরছে প্রাণ। প্রশাসনের নানা উদ্যোগের পরও ঠেকানো যাচ্ছে না প্রাণহানি। এ ক্ষেত্রে প্রশিক্ষণবিহীন চালক, বিনা প্রয়োজনে ওভারটেক, বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দায়ী করে গতকাল বুধবার মানববন্ধন করেছেন জনসাধারণ।