প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি: টোল আদায়ের পর ঝুমুর
প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে টোল নিয়ে আপ্লুত ঝুমুর আক্তার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল আদায়কারী। ঝুমুর বলেন, ‘আমি কখনো ভাবিনি, প্রধানমন্ত্রীর কাছ থেকে টোল আদায় করব। উনাকে এতটা কাছ থেকে দেখেছি, কথা বলেছি। এতটাই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করতে পারব না।’