Ajker Patrika

দখল-চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে ওসিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৯: ৪৪
দখল-চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে ওসিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার, উপপরিদর্শক (এসআই) মো. জাকিরসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালতে শামীমা ওয়াহেদ নামে এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআইকে) তদন্তের নির্দেশ দেন। মামলার আরেক আসামি হলেন আহমেদ ফয়সাল চৌধুরী। 

বাদীর আইনজীবী আফরোজা আক্তার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বাদী শামীমা ওয়াহেদ নগরীর পাঁচলাইশ থানার জাংগালপাড়া এলাকার মৃত ওয়াহেদ আজগর চৌধুরীর স্ত্রী। 

আইনজীবী আফরোজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি ক্রিমিনাল মামলা হিসেবে আদালত গ্রহণ করেছে এবং পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।’ 

এ বিষয়ে জানতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদারের মোবাইলে কল করলে রিসিভ করেন অন্য একজন। তিনি নিজেকে থানার উপপরিদর্শকের পরিচয় দিয়ে বলেন, ‘ওসি ছুটিতে গেছেন। মোবাইলটি তদন্ত কর্মকর্তার কাছে জমা দিতে বলে গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত