Ajker Patrika

ভাটিয়ারি শিপ ব্রেকার্সের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করে এলসি বাবদ ব্যাংকের ঋণ পরিশোধ না করে ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান, এমডিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর আদালতে মামলাটি করা হয়।

চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের কাছে মামলাটি করেন যমুনা ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. শহীদ উল্লাহ। আদালত মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশকে নির্দেশনা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন যমুনা ব্যাংক লিমিটেডের আইন উপদেষ্টা অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।

মামলার আসামিরা হলেন ভাটিয়ারি শিপ ব্রেকার্স লিমিটেডের চেয়ারম্যান মোজাফফর হোসেন (৫৭), প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নাঈম শাহ ইমরান (৫৮) ও পরিচালক মো. জামাল উদ্দিন (৫৭)। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪০৬ / ৪১৭ / ৪২০ / ৪২২ / ৫০৬ / ১০৯ / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান বলেন, অভিযুক্তরা ২০১৯ সালে বিদেশ থেকে পুরোনো জাহাজ আমদানি করার জন্য একটি এলসি খোলেন। এলসি বাবদ একটি এলটিআর ঋণ সৃজন করে রপ্তানিকারকের অনুকূলে ওই আমদানি করা জাহাজের মূল্য ৩৯ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু আসামিরা ওই ঋণের শর্ত ভঙ্গ করে আমদানি করা পুরোনো জাহাজ বিক্রির টাকা ব্যাংকে ঋণ পরিশোধ না করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে বাদী টাকা পরিশোধের জন্য অভিযুক্তদের একাধিকবার চিঠি ও লিগ্যাল নোটিশ পাঠালেও তাঁরা টাকা পরিশোধ করেননি। গত ৩০ জুন পর্যন্ত আসামিদের কাছে ঋণ বাবদ ৪১ কোটি ২০ লাখ ১২ হাজার ৩৪৪ টাকা পাওনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত