Ajker Patrika

সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ সরকার দেশ পরিচালনা করছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২২: ২৭
Thumbnail image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ সরকার দেশ পরিচালনা করছে। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে ভোট চুরির প্রকল্পে কারা আছেন? এর মধ্যে আছে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও লুটেরা ব্যবসায়ী। আছে বাংলাদেশ আওয়ামী জাতীয় বিচারক লীগ। এটা নতুন এডিশন। ভোট চুরির প্রকল্পে নতুন সংযোজন আওয়ামী বিচারক লীগ।’ 

আজ বুধবার বিকেলে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আইনজীবী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির এক দফা দাবির সমর্থনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়। 

লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সাত্তারের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী জহুরুল আলমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক জয়নুল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, বাংলাদেশ ইসলামিক লইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দীন সরকার ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী। 

আমীর খসরু বলেন, ‘যাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন-সংগ্রাম চালাচ্ছে তাঁদের মধ্যে বিচারক লীগ নতুন সংযোজন। আমাদের একটি বিষয় বুঝতে হবে। সেটা হচ্ছে, এই বিচারক লীগের ভূমিকা কী? একটি ভোট চুরির প্রকল্পের মধ্যে বাংলাদেশের জনগণের সাংবিধানিক-গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে এই প্রকল্পের মাধ্যমে টিকে আছে—তার মধ্যে এই বিচারক লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ 

ভোট চুরির প্রকল্পের অংশ হিসেবে বিরোধী দলের লাখ লাখ নেতা-কর্মীকে প্রতিদিন আদালতে উপস্থিত থাকতে হচ্ছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘এক বিচারক বলছেন বিচারকেরা শপথবদ্ধ রাজনীতিবিদ। অথচ তাঁর দায়িত্ব বাংলাদেশের আইন রক্ষা করা। কোন দল ক্ষমতায় আসবে-না আসবে এটা দেখার জন্য কি তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে?’ 

আমীর খসরু বলেন, ‘বিচার বিভাগকে ব্যবহার করে আপনার ভোট কেড়ে নিচ্ছে। আদালতে এখন প্রতিদিন শুনানি হচ্ছে। আবার সেই নির্দেশ আসছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে চিঠিগুলো সহজে গণমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে।’ 

বিশেষ অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, ‘শেখ হাসিনা ২০১৮ সালের নির্বাচনে সারা দেশে ভোট চুরি করেছিল। কিছুদিন আগে সুপ্রিম কোর্টের নির্বাচনে ভোটও চুরি করে নিয়ে গেছে।’ 

বিশেষ অতিথির বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ প্রতিদিন জিয়া পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করেন। আমি শেখ হাসিনাকে বলতে চাই, জিয়াউর রহমানের ছবি আপনার বাসায় রেখে সকাল-বিকেল সালাম করবেন। কারণ, বাকশাল থেকে আওয়ামী লীগ হয়েছিল এই জিয়াউর রহমানের হাত ধরে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত