নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৩০ জনকে আটক করে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে জামাআতুল ফালাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, কোনো অনুমতি ছাড়াই তারা গায়েবানা নামাজের জানাজার জন্য এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গতকাল সোমবার মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। চট্টগ্রামের জামাআতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়। এতে পুলিশের অনুমতি ছিল না। দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকেন। এতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশের ধাওয়ায় জড়ো হওয়া নেতা-কর্মীরা কাজীর দেউড়ি, চট্টেশ্বরী মোড়সহ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দামপাড়া পুলিশ লাইনে সিএমপি সদর দপ্তর এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
চট্টগ্রাম নগরীতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৩০ জনকে আটক করে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে জামাআতুল ফালাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে জামায়াত-শিবিরের কয়েকজন ও ইট-পাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, কোনো অনুমতি ছাড়াই তারা গায়েবানা নামাজের জানাজার জন্য এখানে জড়ো হতে থাকে। পরে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গতকাল সোমবার মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়। চট্টগ্রামের জামাআতুল ফালাহ মসজিদে বাদ আসর গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়। এতে পুলিশের অনুমতি ছিল না। দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। মসজিদ এলাকা ঘিরে জড়ো হতে থাকে দলটির নেতা-কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের একটি অংশ স্লোগান দিতে থাকেন। এতে পুলিশ ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশের ধাওয়ায় জড়ো হওয়া নেতা-কর্মীরা কাজীর দেউড়ি, চট্টেশ্বরী মোড়সহ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দামপাড়া পুলিশ লাইনে সিএমপি সদর দপ্তর এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
১৫ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
১৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩২ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে