ভান্ডারিয়ায় বিদ্যুৎ স্বাভাবিক হতে সময় লাগবে ২ দিন
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে ও ভেঙে পড়ে অর্ধশতাধিক আধা পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার পুরোনো স্টিমারঘাট, উত্তর পৈকখালী, কলেজ মোড়সহ কয়েকটি এলাকায় ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে যায়।