Ajker Patrika

বসতঘরের ওপর গাছ পড়ে মা-মেয়ে নিহত, আহত বাবা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
বসতঘরের ওপর গাছ পড়ে মা-মেয়ে নিহত, আহত বাবা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে মা বেগম আশু (২৮) ও শিশু সুরাইয়া (৩) নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিশুটির বাবা আব্দুর রাজ্জাক (৩৫) গুরুতর আহত হন।

 স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল দিনভর বৃষ্টি ও প্রবল বেগে ঝড় বইতে থাকে। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কনকসার গ্রামে ঝড়ের কবলে টিনের তৈরি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে বসতঘর ভেঙে বাবা আব্দুর রাজ্জাক, তাঁর স্ত্রী বেগম আশু ও শিশু সুরাইয়া চাপা পড়ে। ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের দেখতে পেয়ে শিশু সুরাইয়া ও মা আশুর মরদেহ উদ্ধার করে। পরে আহতাবস্থায় রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। 

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক নামে একজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আওয়ামী লীগকেও পথভ্রষ্ট করেছেন শেখ হাসিনা

গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশের ক্ষতিপূরণ দাবির উল্লেখ নেই পাকিস্তানের বিবৃতিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত