‘নিখোঁজ’ বলে আলোচিত ইউটিউবার সাব্বির দুই মাস আগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, জানাল পুলিশ
ইউটিউবার মো. সাব্বির সরকার নিখোঁজের অভিযোগ তুলে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায়। তিনি গুম হয়েছেন কি-না, সে প্রশ্নও তোলেন কেউ কেউ। এ বিষয়ে পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী বক্তব্য ও গুজব ছড়ানোর সুনির্দিষ্ট অভিযোগে প্রায় দুই মাস আগে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।