Ajker Patrika

বিএনপি নেতার বাড়িতে গুলি, ছাত্রদলের নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি 
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪২
গ্রেপ্তার ছাত্রদল নেতা সোহেল রানা। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রদল নেতা সোহেল রানা। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির এক নেতার বাড়িতে গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় মো. সোহেল রানা (৩২) নামের ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোহেল রানা ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রশিদ চৌধুরীর বাড়িতে গুলি ছোড়ার অভিযোগে মামলাটি করা হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিএনপি নেতার বাড়িতে গুলি ছোড়ার ঘটনায় জড়িত সন্দেহে তাঁকে (সোহেল রানা) গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৬ ডিসেম্বর রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জৈন্তিপুর এলাকায় ওই বিএনপি নেতার বাড়ির জানালা ও দেয়াল উদ্দেশ করে ৯টি গুলি ছোড়া হয়। ওই রাতেই পুলিশ সেখান থেকে ৭টি গুলির খোসা ও ২টি গুলি উদ্ধার করে। পরে এ নিয়ে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করেন ওই বিএনপি নেতা।

ওসি আরও জানান, আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত