প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি ফুরকুনি বেগমের
ভিক্ষা ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান ফুরকুনি বেগম (৭০)। নেই কোন জমি-জমা, অন্যের জায়গায় বাস করেন তিনি। এমন অবস্থায় নিজের একটা আশ্রয় করার জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি ফুরকুনি বেগমের।