Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের মাঝে রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ

প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) 
Thumbnail image

কোভিড-১৯ এর কারণে কর্মহীন ২৫০ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আজ রোববার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের পক্ষ থেকে এ অর্থ বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হক। এ সময় তিনি বলেন, এই করোনা মহামারিতে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ দুঃসময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মহীন পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করা হচ্ছে এটা একটি মানবিক দিক। নিজের সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বানও জানান তিনি। 

অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, সেক্রেটারি আশিক আহমেদ ফারুক। উপস্থিত ছিলেন প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার লক্ষ্মণ চন্দ্র দাস, জেলা রেড ক্রিসেন্টের সদস্য এম কোরাইশী মিলু ও সালামত হোসেন প্রমুখ। 

পরে ৫০ পরিবারকে ২৫০০ টাকা করে দেওয়া হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারি আশিক আহমেদ ফারুক জানান, করোনা ভাইরাস সংকটে এ জেলায় কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসেবে সদর ও শিবগঞ্জ উপজেলায় ৫০০ পরিবারকে নগদ অর্থ হিসেবে ২৫০০ টাকা করে দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত