নতুন গানের দৃশ্যের খোঁজে
যত দূর চোখ যায়, দিগন্তবিস্তৃত নীলাকাশ আর নীলচে জলের ছোট ছোট ঢেউ। দূরে সরু রেখার মতো গাছের সারি। মাঝেমধ্যে পাহাড়, নারকেলবন। থাইল্যান্ডের কো মাক দ্বীপের এমন মনভোলানো প্রকৃতির মধ্যে পাথরের স্তূপের ওপর বসে আছেন শিরোনামহীন ব্যান্ডের বেজিস্ট ও গীতিকার জিয়াউর রহমান, প্রায় তিন দশক ধরে শিরোনামহীনের হাল শক্ত