Ajker Patrika

পণ্ডিত অজয় চক্রবর্তী হৃদ্‌রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পণ্ডিত অজয় চক্রবর্তী হৃদ্‌রোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এইসময় জানিয়েছে, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই শিল্পীকে ভর্তি করা হয়েছে।

শিল্পীর কন্যা কৌশিকী চক্রবর্তী ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই। বাবা এমনি ভালো আছেন। তবে একটাই অনুরোধ সকলের কাছে, কেউ ভুল খবর ছড়াবেন না।’

৭২ বছর বয়সী অজয় চক্রবর্তী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। সে সময় কয়েকটি পরীক্ষায় তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকেরা। এখন তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে চাইছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার অজয় চক্রবর্তীর আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে।

কেবল শাস্ত্রীয় সংগীতের জগতে পণ্ডিত অজয় চক্রবর্তীর অবাধ বিচরণ নয়। তিনি একজন গীতিকার, সুরকার এবং সংগীতগুরু। গড়ে তুলেছেন সংগীতের শিক্ষাপ্রতিষ্ঠান ‘শ্রুতিনন্দন’।

পণ্ডিত অজয় চক্রবর্তীশাস্ত্রীয় সংগীত পটিয়ালা ঘরানায় বিশেষ দক্ষতা আছে পণ্ডিত অজয় চক্রবর্তীর। ঠুমরি, দাদরা থেকে রবীন্দ্রসংগীত এবং নজরুলগীতিও করে থাকেন তিনি। ২০০০ সালে সংগীত নাটক আকাদেমি পুরস্কার পান অজয় চক্রবর্তী। পদ্মশ্রী পুরস্কার পান ২০১১ সালে। এবং ঠিক তার পরের বছরই হন বঙ্গবিভূষণ। ২০২০ সালে পদ্মভূষণও পেয়েছেন শিল্পী।

বাংলাদেশের সিনেমার গানেও পাওয়া গেছে তাঁকে। নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ সিনেমায় ‘পাখি যাও যাও যাও’ শিরোনামের একটি গানে ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন অজয় চক্রবর্তী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত