সাফারি পার্কের প্রাণী মৃত্যুতে তদন্ত কমিটির প্রতিবেদন পেশ
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১ মাসে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহী মারা যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। গত রোববার এ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান এবং বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক।