অবশেষে দেখা মিলল সূর্যের, জনমনে স্বস্তি
টানা কয়েক দিন ঘন কুয়াশার পর্দা ভেদ করে উত্তরের জেলাগুলিতে সূর্যের দেখা মেলেনি। তবে আজ বৃহস্পতিবার গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুরসহ বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে সূর্য। তাপমাত্রা বেশি না কমলেও সূর্যের আলোয় উষ্ণতার পরশ পেয়ে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। কর্মজীবীদেরও কাজে যেতে বেগ পেতে হয়েছে কম।