Ajker Patrika

প্রধান শিক্ষক সন্ধ্যায় আলো জ্বালাতেই দেখলেন বিদ্যালয়ের সব তালা ভাঙা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১০: ০২
প্রধান শিক্ষক সন্ধ্যায় আলো জ্বালাতেই দেখলেন বিদ্যালয়ের সব তালা ভাঙা

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা চালিয়েছে চোর। চোর বিদ্যালয়ের গেট, কয়েকটি কক্ষের দরজা ও বিভিন্ন আসবাবপত্রের তালা ভাঙাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। 

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী বাতি জ্বালাতে গিয়ে বিষয়টি নজরে পড়ে। 

তিনি জানান, গত বৃহস্পতিবার যথারীতি ক্লাস শেষে ঈদের ছুটিতে বিদ্যালয় বন্ধ হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যার দিকে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শামসুন্নাহার বেগম পালাক্রমে বিদ্যালয়ে আসেন বৈদ্যুতিক লাইট জ্বালাতে। আজ সন্ধ্যায় তিনি বিদ্যালয়ে এসে দেখতে পান গেটের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখেন, প্রতিটি কক্ষের দরজা, আলমিরা, ফাইল কেবিনেটসহ সমস্ত আসবাবপত্রের তালা ভাঙা। ফাইলপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। 

তেমন কিছু চুরি না হলেও নথিপত্র তছনছ করেছে চোরচোর একটি ছুটির ঘণ্টা ও তবলা নিয়ে গেছে বলে নিশ্চিত হয়েছেন প্রধান শিক্ষক আইয়ুব আলী। কোনো গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে কি না, তা নিশ্চিত নন তিনি। 

বিদ্যালয়ে কোনো নৈশ্যপ্রহরী নেই বলেও জানান তিনি। 

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত