আনন্দের ঈদেও মুখে হাসি নেই গাইবান্ধার ডাক বিভাগের ইডি কর্মচারীদের
‘কেমন আছ?’, ‘কত দিন তোমাকে দেখি না’, ‘মরিচা পড়া ডাকবাক্সে চিঠি দিও রোজ’, ‘খামভর্তি প্রেম দিও’, ‘রাখিও একটু খোঁজ’—এ রকম হরেক শিরোনামে ভাব আদান-প্রদান হতো হলুদ খামের ভেতরে চিঠিতে। এক সময় এই বহুল কাঙ্ক্ষিত খাম ডাকপিয়নেরা পৌঁছে দিত মানুষের কাছে