Ajker Patrika

আশুলিয়ায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় মাহবুব আরা গিনির ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আশুলিয়ায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় মাহবুব আরা গিনির ৩ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবিউস সানি শিপু নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনিকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এই রিমান্ড মঞ্জুর করেন। 

সকালে মাহবুব আরা বেগমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মজিবর রহমান ভূইয়া ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। 

গতকাল সোমবার দিবাগত রাতে মাহবুব আরা বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। 

গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে যোগ দেন মামলার বাদী রবিউস সানি শিপু। আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিপু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত