গরুর হাটে ‘মায়ের শখের লালন’
হাফিজুর মোল্যা, রাজবাড়ির কালুখালী থেকে এসেছেন রাজধানীর মেরাদিয়া হাটে। তাঁর সঙ্গে নিয়ে এসেছেন মায়ের শখের পোষা গরু লালনকে। মেরাদিয়া হাটে ঢুকতেই চোখের সামনে পড়ে কাপড়ের ফুল গায়ে জড়ানো আর গলায় রঙিন মালা পরানো কালো–লালচে রঙের গরুটি।