মাগুরা প্রতিনিধি
গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে মাগুরা পৌর এলাকার পারন্দুয়ালী পূর্ব পাড়া গ্রামের জোসনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, জিহাদ হোসেন নামে এক প্রতিবেশী ও তাঁর পরিবারের লোকজন গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জোসনা বেগমকে মারধর করে। এ সময় তিনি জ্ঞান হারালে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান চিকিৎসকেরা।
ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রতিবেশী জিহাদের স্ত্রী জহুরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির প্রায় কাছেই নিজেদের একটি জমিতে তাঁরা বাণিজ্যিক ভাবে নেপিয়ার ঘাস চাষ করেছেন। ঘটনার দিন সকালে নেপিয়ার ঘাসের খেতে জিহাদ হোসেনের গরু ঢুকে পড়লে তাঁর মা জোসনা বেগম প্রতিবেশী জিহাদ কে জানালে তখন মায়ের কথাকাটাকাটি হয়।
একই দিনে দুপুরে জোসনা বেগম ও তাঁর বড় ছেলে বাড়ির পাশে কুমার নদী থেকে গোসল করে বাড়ি ফেরার পথে আবারও জিহাদ হোসেনর সঙ্গে দেখা হয়। এ সময় জিহাদ হোসেন ও তার পরিবারের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে জোসনা বেগম ও রুবেলের ওপর হামলা চালায়। বেদম পেটানোর পরে জিহাদ ও তাঁর পরিবার পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। মা ও ছেলের মধ্যে জোসনা বেগমের অবস্থা অবনতি হলে প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দৌলতদিয়া ফেরি ঘাটে অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় জোসনা বেগম।
আহত রুবেল মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আমল বলেন, নিহত জোসনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে মাগুরা পৌর এলাকার পারন্দুয়ালী পূর্ব পাড়া গ্রামের জোসনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
স্থানীয়রা জানায়, জিহাদ হোসেন নামে এক প্রতিবেশী ও তাঁর পরিবারের লোকজন গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় জোসনা বেগমকে মারধর করে। এ সময় তিনি জ্ঞান হারালে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান চিকিৎসকেরা।
ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এ গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রতিবেশী জিহাদের স্ত্রী জহুরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির প্রায় কাছেই নিজেদের একটি জমিতে তাঁরা বাণিজ্যিক ভাবে নেপিয়ার ঘাস চাষ করেছেন। ঘটনার দিন সকালে নেপিয়ার ঘাসের খেতে জিহাদ হোসেনের গরু ঢুকে পড়লে তাঁর মা জোসনা বেগম প্রতিবেশী জিহাদ কে জানালে তখন মায়ের কথাকাটাকাটি হয়।
একই দিনে দুপুরে জোসনা বেগম ও তাঁর বড় ছেলে বাড়ির পাশে কুমার নদী থেকে গোসল করে বাড়ি ফেরার পথে আবারও জিহাদ হোসেনর সঙ্গে দেখা হয়। এ সময় জিহাদ হোসেন ও তার পরিবারের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে জোসনা বেগম ও রুবেলের ওপর হামলা চালায়। বেদম পেটানোর পরে জিহাদ ও তাঁর পরিবার পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। মা ও ছেলের মধ্যে জোসনা বেগমের অবস্থা অবনতি হলে প্রথমে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দৌলতদিয়া ফেরি ঘাটে অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় জোসনা বেগম।
আহত রুবেল মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আমল বলেন, নিহত জোসনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫