তারুণ্যের রোডমার্চ শুরু হয়েছে, সরকারপতনের মধ্য দিয়ে শেষ হবে: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে রংপুরের একটা ঐতিহ্য আছে। এখানে তেভাগা আন্দোলন হয়েছিল; কৃষক বিদ্রোহ হয়েছিল এই রংপুর থেকে। সেদিন নুরুলদীন ডাক দিয়েছিলেন, ‘কোনঠে বাহে জাগো সবায়’।