‘সবচেয়ে খাড়া’ রেলপথ ভ্রমণে রোমাঞ্চে কাঁটা দেবে শরীর
অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন দুরারোহ পর্বত, গভীর বনানী, জলপ্রপাত এবং দৃষ্টিনন্দন সব গ্রামের জন্য বিখ্যাত। তবে এর আরেকটি বড় আকর্ষণ আছে, সেটি পর্বতের বুক চিরে চলে যাওয়া অবিশ্বাস্যরকম খাড়া এক রেলপথ। গিনেস বুকের হিসাবেও এটি সবচেয়ে খাড়া ঢালের রেলপথ।