যারা বলে মেসির চেয়ে রোনালদো এগিয়ে, তারা ফুটবলই বোঝে না
ক্রিস্টিয়ানো আর লিওনেল মেসি যত দিন খেলবেন একটি প্রশ্ন অবধারিত; এই দুজনের মধ্যে কে সেরা? ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে ভক্ত এই বিতর্কের যেন শুরু আছে শেষ নেই। কিন্তু নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার মার্কো ফন বাস্তেনের ভাবনা আবার একটু অন্যরকম। তার মতে রোনালদোকে যারা মেসির চেয়ে এগিয়ে রাখে, তারা ফুটবল