Ajker Patrika

রোনালদোর এজেন্টের সঙ্গে আলোচনায় বসেছেন চেলসির নতুন মালিক

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জুন ২০২২, ১৬: ৪১
Thumbnail image

ইউরোপীয় ফুটবলে দলবদলের উত্তাপ ক্রমেই বাড়তে শুরু করেছে। আলোচনায় আসতে শুরু করেছেন বড় তারকারা। তাঁদের মধ্যে জোরেশোরে শোনা যাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।

নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনা পছন্দ না হওয়ায় এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারায় রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন—এ খবর পুরোনো। প্রশ্ন হচ্ছে, পর্তুগিজ মহাতারকার নতুন গন্তব্য কোথায়? 

কদিন আগে খবর বেরিয়েছিল, পুরোনো গুরু হোসে মরিনহোর সঙ্গে এএস রোমায় পুনর্মিলন হতে যাচ্ছে রোনালদোর। আবার মায়ের কথামতো শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনেও ফিরতে পারেন। বায়ার্ন মিউনিখের নামও কেউ কেউ বলেছেন। 

এবার উড়ো খবরের পালে হাওয়া দিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তারা বলছে, ম্যানইউ ছাড়তে চাইলেও ইংল্যান্ড ছাড়ছেন না রোনালদো। কারণ, আরেক ইংলিশ ক্লাব চেলসির সঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি। রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেসের সঙ্গে এরই মধ্যে আলোচনায় বসেছেন চেলসির নতুন মালিক টড বোহলি। 

গত মৌসুমে দলবদলের অন্তিম মুহূর্তে চমক দেখান রোনালদো। জুভেন্টাস ছেড়ে ফেরেন তাঁকে মহাতারকা বানানো ক্লাব ম্যানইউতে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করলেও দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। প্রিমিয়ার লিগ টেবিলে ৬ নম্বরে থেকে শেষ করায় চ্যাম্পিয়নস লিগে জায়গা হয়নি রেড ডেভিলদের। 

মৌসুমে দলের সেরা পারফরমার হলেও রোনালদোর সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড আগের মতো প্রেসিং ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, সেই প্রশ্নও উঠেছে। নতুন কোচ টেন হাগের সঙ্গে তাঁর মতের অমিল। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তাই চ্যাম্পিয়নস লিগ খেলে এমন ক্লাবে যেতে চাইছেন। 

ডেইলি মেইল বলছে, আসছে মৌসুমে অন্তত ছয়জন খেলোয়াড়কে চুক্তি করাবে চেলসি। সেই তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।

এ ব্যাপারে বোহলি খোলাখুলি সিদ্ধান্ত না জানালেও স্ট্যামফোর্ড ব্রিজে রোনালদোর নতুন ঠিকানা হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। কারণ, দলটির প্রধান স্ট্রাইকার রোমেলু লুকাকু ইন্টার মিলানে ধারে যাচ্ছেন। আক্রমণভাগে তাই সিআরসেভেনকে টানতে পারেন কোচ থমাস টুখেল। দলকে ঢেলে সাজাতে নির্দেশও দিয়েছেন বোহলি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত