বিদায়ে জাগরণের বার্তাও দিয়েছেন স্টোকস
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবিত ও মৃত’ গল্পে কাদম্বিনী দেবী মরে গিয়ে প্রমাণ করেছিলেন তিনি মরেননি। নিজের অস্তিত্ব প্রমাণে প্রতিবাদ হিসেবে তাঁকে দেহত্যাগ করতে হয়েছিল। বেন স্টোকস প্রতিবাদটা করেছেন একটু ভিন্নভাবে। ওয়ানডে থেকে আকস্মিক বিদায়ের ঘোষণায় বোঝাতে চেয়েছেন, ঠাসা সূচির ‘দমবন্ধ ক্রিকেট’ তাঁর পছন্দ নয়।