সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাবেক ক্রিকেটাররা চেয়ে থাকেন কোনো বিশেষ টুর্নামেন্টের দিকে। যেন পুরোনো বন্ধুদের সঙ্গে খেলতে পারেন আবারও। তেমনি একটি উপলক্ষ এসেছে কিংবদন্তি ক্রিকেটারদের সামনে।
আগামী ১৫ আগস্ট ভারতের জন্য বিশেষ এক দিন। দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস। বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে অ্যাবসুলেট লিজেন্ড স্পোর্টস আয়োজন করেছে একটি ক্রিকেট ম্যাচ। আগামী ১৬ সেপ্টেম্বরের ম্যাচটিতে ভারত মহারাজাসের বিপক্ষে খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। ম্যাচটিতে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে বিশ্বতারকাদের সঙ্গে খেলবেন মাশরাফি বিন মুর্তজাও।
ভারতের আনন্দময় দিনটি উপলক্ষে কিংবদন্তি ক্রিকেটারদের মিলনমেলা বসবে ইডেন গার্ডেনে। ভারত মহারাজাসের নেতৃত্ব দেবেন কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, ইরফান পাঠানরা আবারও মাঠে নামবেন সৌরভের নেতৃত্বে।
অন্যদিকে ওয়ার্ল্ড জায়ান্টসের নেতৃত্ব দেবেন ইয়ন মরগ্যান। তাঁর দলে আছেন বিশ্ব ক্রিকেটে আলো ছড়ানো মহিরুহরা। সনাৎ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিস, জন্টি রোডস, ব্রেট লিদের সঙ্গে স্কোয়াডে আছেন মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচটি মূলত লিজেন্ড লিগ ক্রিকেটের অংশ। লিজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেছেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পালন করছি। আমাদের জন্য এটা গর্বের মুহূর্ত। একজন ভারতীয় হিসেবে আমি খুবই আনন্দিত যে এবারের লিগটি আমরা স্বাধীনতার ৭৫তম বছর উদ্যাপনে উৎসর্গ করছি।’
এ বছরের জানুয়ারিতে প্রথম মৌসুম আয়োজন করেছিল অ্যাবসুলেট লিজেন্ড স্পোর্টস। তিন দলের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন দল ওয়ার্ল্ড জায়ান্টস। এবার দ্বিতীয় মৌসুমে অংশগ্রহণ করবে চারটি দল। ১৫ ম্যাচে নিশ্চিত হবে চ্যাম্পিয়ন দল।
ভারত মহারাজাস একাদশ:
সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, শ্রীশান্ত, হরভজন সিং, নমন ওঝা (উইকেটরক্ষক), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জোগিন্দর শর্মা, রিতিন্দর সিং সোধি।
ওয়ার্ল্ড জায়ান্ট:
ইয়ন মরগান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাৎ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও'ব্রায়েন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক)।
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাবেক ক্রিকেটাররা চেয়ে থাকেন কোনো বিশেষ টুর্নামেন্টের দিকে। যেন পুরোনো বন্ধুদের সঙ্গে খেলতে পারেন আবারও। তেমনি একটি উপলক্ষ এসেছে কিংবদন্তি ক্রিকেটারদের সামনে।
আগামী ১৫ আগস্ট ভারতের জন্য বিশেষ এক দিন। দেশটির ৭৫তম স্বাধীনতা দিবস। বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে অ্যাবসুলেট লিজেন্ড স্পোর্টস আয়োজন করেছে একটি ক্রিকেট ম্যাচ। আগামী ১৬ সেপ্টেম্বরের ম্যাচটিতে ভারত মহারাজাসের বিপক্ষে খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। ম্যাচটিতে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে বিশ্বতারকাদের সঙ্গে খেলবেন মাশরাফি বিন মুর্তজাও।
ভারতের আনন্দময় দিনটি উপলক্ষে কিংবদন্তি ক্রিকেটারদের মিলনমেলা বসবে ইডেন গার্ডেনে। ভারত মহারাজাসের নেতৃত্ব দেবেন কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, হরভজন সিং, ইরফান পাঠানরা আবারও মাঠে নামবেন সৌরভের নেতৃত্বে।
অন্যদিকে ওয়ার্ল্ড জায়ান্টসের নেতৃত্ব দেবেন ইয়ন মরগ্যান। তাঁর দলে আছেন বিশ্ব ক্রিকেটে আলো ছড়ানো মহিরুহরা। সনাৎ জয়াসুরিয়া, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিস, জন্টি রোডস, ব্রেট লিদের সঙ্গে স্কোয়াডে আছেন মাশরাফি বিন মুর্তজা।
ম্যাচটি মূলত লিজেন্ড লিগ ক্রিকেটের অংশ। লিজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেছেন, ‘স্বাধীনতার ৭৫ বছর পালন করছি। আমাদের জন্য এটা গর্বের মুহূর্ত। একজন ভারতীয় হিসেবে আমি খুবই আনন্দিত যে এবারের লিগটি আমরা স্বাধীনতার ৭৫তম বছর উদ্যাপনে উৎসর্গ করছি।’
এ বছরের জানুয়ারিতে প্রথম মৌসুম আয়োজন করেছিল অ্যাবসুলেট লিজেন্ড স্পোর্টস। তিন দলের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন দল ওয়ার্ল্ড জায়ান্টস। এবার দ্বিতীয় মৌসুমে অংশগ্রহণ করবে চারটি দল। ১৫ ম্যাচে নিশ্চিত হবে চ্যাম্পিয়ন দল।
ভারত মহারাজাস একাদশ:
সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বীরেন্দর শেবাগ, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, শ্রীশান্ত, হরভজন সিং, নমন ওঝা (উইকেটরক্ষক), অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, জোগিন্দর শর্মা, রিতিন্দর সিং সোধি।
ওয়ার্ল্ড জায়ান্ট:
ইয়ন মরগান (অধিনায়ক), লেন্ডল সিমন্স, হার্শেল গিবস, জ্যাক ক্যালিস, সনাৎ জয়াসুরিয়া, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), নাথান ম্যাককালাম, জন্টি রোডস, মুত্তিয়া মুরালিধরন, ডেল স্টেইন, হ্যামিল্টন মাসাকাদজা, মাশরাফি বিন মুর্তজা, আসগর আফগান, মিচেল জনসন, ব্রেট লি, কেভিন ও'ব্রায়েন, দিনেশ রামদিন (উইকেটরক্ষক)।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে