প্রান্তিক খামারিদের ছাড়াই হচ্ছে এবারের ডিজিটাল পশুর হাট
গত বছরের মতো এবারও বসছে ডিজিটাল পশুর হাট। তবে এ হাটে অংশ নিতে পারছেন না কোনো প্রান্তিক চাষি। আগামী রোববার থেকেই শুরু হতে পারে এই হাটের বেচাকেনা। ই–ক্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।