কিংবদন্তি ফুটবলারদের তালিকায় দেখা যাবে এনদ্রিককে, বলছেন ব্রাজিল কোচ
নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দারুণ খেলছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপের পর যে দলটির নামের পাশে প্রায়ই পরাজয় লেখা থাকত, এবার সেই ব্রাজিল হারতেই ভুলে গেছে, যার মধ্যে তরুণ ফুটবলার এনদ্রিক গোল করে চলেছেন নিয়মিত। ১৭ বছর বয়সী তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের নতুন কোচ।