নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশের মাঠে কোনো টেস্ট সিরিজে এ রকম সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ কমই থাকে। পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। যদি নিদেনপক্ষে টেস্ট ড্র-ও হয়, তবু সিরিজ বাংলাদেশের। আর যদি শেষ পর্যন্ত হেরেও যায়, তবু সিরিজটা ড্রয়ের তৃপ্তি নিয়েও ফিরে যাওয়ার সুযোগ থাকবে। এ রকম স্বস্তিদায়ক সময়েই বেশ অস্বস্তিদায়ক পরিস্থিতি পার করছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুকে নিয়ে ফারুকের আগের মন্তব্যই বেশ অস্বস্তিতে ফেলেছিল কোচকে। হাথুরু সিংহের ব্যাপারে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ সরাসরি বলেছিলেন, ‘ওই স্ট্যান্ড (হাথুরুকে বিদায়) থেকে সরিনি।’ কাল রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে হাথুরুকে কোথায় প্রথম প্রশ্ন শুনতে হবে সিরিজ জয় নিয়ে কী ভাবছেন, সেখানে প্রথম প্রশ্নই হলো তাঁর ভবিষ্যৎ নিয়ে। সংবাদ সম্মেলনে হাথুরুর কাছে এক সাংবাদিক জানতে চান, ‘বিসিবি সভাপতি বলেছেন, ভালো কাউকে খুঁজবে, শেষ সিরিজ হতে পারে আপনার।’ এ নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে, তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি তাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’
হাথুরুর এই উত্তরের কয়েক ঘণ্টার পর আবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুকের সংবাদ সম্মেলন। গতকাল পরিচালনা পর্ষদের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাথুরুর প্রসঙ্গ উঠতেই হাসলেন ফারুক। তবে তিনি আর সরাসরি নয়, কূটনৈতিক উত্তর দিয়েছেন, ‘আমাদের আলাপ হয়েছে। সাকিবের মামলার ঘটনার মতো বলতে হয়, টেস্ট ম্যাচের মাঝে কিছু করতে চাই না। বিশেষ করে সফরের মাঝখানে। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যেকোনো কিছু করতে পারি না। তবে অন্য কিছুতে প্রভাব পড়বে এমন কিছু করা যাবে না। আবার এমন নয়ই যে কিছু করা যাবে না। এই টেস্ট সিরিজ যাক, আমরা আলাপ করছি। এটা তদন্তের মতোই। কতটা বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি হয়েছে (হাথুরু থাকায়), সেটা আগে দেখে আমরা একটা সিদ্ধান্ত নেবে। শিগগির কিছু একটা দেখতে পাবেন।’
ফারুক আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের বর্তমান ব্যস্ততাও সামনে আনলেন। টানা সিরিজের মাঝে কোচ বিদায় করলে নতুন কোচ খোঁজার ঝক্কিও বিসিবিকে নিতে হবে। হাথুরুর বিদায় দিতে কেন সময় নিচ্ছে বিসিবি, সেই প্রশ্নও এল। ফারুক উত্তর দিলেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের ভালো সুযোগ আছে (সিরিজ জেতার)। বিদেশি সিরিজে এ রকম সুযোগ হয় না। প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না। আমার কাজের ধরন আগে যে রকম ছিল, এখনো তা-ই আছে। আমার সাত আর সাত দিন, ১৪ দিন পরে নতুন কোনো ফল আসতে পারে।’
যেহেতু দল এই মুহূর্তে পাকিস্তানে ভালো খেলছে আর ফারুকও একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে মাত্র এক সপ্তাহ পার করেছেন, স্বাভাবিকভাবেই তিনি এখন মন্তব্য করবেন অনেক কিছু বিবেচনা করে। এ কারণে গতকাল তাঁর মন্তব্য আর আগের সব মন্তব্যের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে।
এটা ঠিক, নিজের ভবিষ্যৎ নিয়ে খুব অস্বস্তিতেই আছেন কোচ হাথুরু। দলের মধ্যেও এটি নিয়ে নানা জল্পনাকল্পনা। অবশ্য এই মুহূর্তে বেশির ভাগ খেলোয়াড়ের সমর্থন হাথুরুর প্রতিই। টিম ম্যানেজমেন্টের এক সদস্য পরশু যেমন বলছিলেন, খেলোয়াড়েরা হাথুরুর সিস্টেমের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। আর তাঁর চুক্তির মেয়াদই আছে সাকল্যে ছয় মাস। এই সময়ে একজন কোচকে বিদায় করার আগে বিসিবি সভাপতি নিশ্চয়ই খেলোয়াড়দের মতামত শুনবেন। আর সেই মতামত যদি এই ছয় মাসের জন্য হাথুরুকে রেখে দেওয়ার পক্ষেই থাকে, তাহলে মেয়াদ শেষের আগে তাঁকে কি বিদায় করতে পারবে বিসিবি?
আরও পড়ুন:
বিদেশের মাঠে কোনো টেস্ট সিরিজে এ রকম সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ কমই থাকে। পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। যদি নিদেনপক্ষে টেস্ট ড্র-ও হয়, তবু সিরিজ বাংলাদেশের। আর যদি শেষ পর্যন্ত হেরেও যায়, তবু সিরিজটা ড্রয়ের তৃপ্তি নিয়েও ফিরে যাওয়ার সুযোগ থাকবে। এ রকম স্বস্তিদায়ক সময়েই বেশ অস্বস্তিদায়ক পরিস্থিতি পার করছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুকে নিয়ে ফারুকের আগের মন্তব্যই বেশ অস্বস্তিতে ফেলেছিল কোচকে। হাথুরু সিংহের ব্যাপারে নিজের প্রথম সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ সরাসরি বলেছিলেন, ‘ওই স্ট্যান্ড (হাথুরুকে বিদায়) থেকে সরিনি।’ কাল রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে হাথুরুকে কোথায় প্রথম প্রশ্ন শুনতে হবে সিরিজ জয় নিয়ে কী ভাবছেন, সেখানে প্রথম প্রশ্নই হলো তাঁর ভবিষ্যৎ নিয়ে। সংবাদ সম্মেলনে হাথুরুর কাছে এক সাংবাদিক জানতে চান, ‘বিসিবি সভাপতি বলেছেন, ভালো কাউকে খুঁজবে, শেষ সিরিজ হতে পারে আপনার।’ এ নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে, তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি তাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।’
হাথুরুর এই উত্তরের কয়েক ঘণ্টার পর আবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুকের সংবাদ সম্মেলন। গতকাল পরিচালনা পর্ষদের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হাথুরুর প্রসঙ্গ উঠতেই হাসলেন ফারুক। তবে তিনি আর সরাসরি নয়, কূটনৈতিক উত্তর দিয়েছেন, ‘আমাদের আলাপ হয়েছে। সাকিবের মামলার ঘটনার মতো বলতে হয়, টেস্ট ম্যাচের মাঝে কিছু করতে চাই না। বিশেষ করে সফরের মাঝখানে। একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান হিসেবে যেকোনো কিছু করতে পারি না। তবে অন্য কিছুতে প্রভাব পড়বে এমন কিছু করা যাবে না। আবার এমন নয়ই যে কিছু করা যাবে না। এই টেস্ট সিরিজ যাক, আমরা আলাপ করছি। এটা তদন্তের মতোই। কতটা বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি হয়েছে (হাথুরু থাকায়), সেটা আগে দেখে আমরা একটা সিদ্ধান্ত নেবে। শিগগির কিছু একটা দেখতে পাবেন।’
ফারুক আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের বর্তমান ব্যস্ততাও সামনে আনলেন। টানা সিরিজের মাঝে কোচ বিদায় করলে নতুন কোচ খোঁজার ঝক্কিও বিসিবিকে নিতে হবে। হাথুরুর বিদায় দিতে কেন সময় নিচ্ছে বিসিবি, সেই প্রশ্নও এল। ফারুক উত্তর দিলেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের ভালো সুযোগ আছে (সিরিজ জেতার)। বিদেশি সিরিজে এ রকম সুযোগ হয় না। প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না। আমার কাজের ধরন আগে যে রকম ছিল, এখনো তা-ই আছে। আমার সাত আর সাত দিন, ১৪ দিন পরে নতুন কোনো ফল আসতে পারে।’
যেহেতু দল এই মুহূর্তে পাকিস্তানে ভালো খেলছে আর ফারুকও একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে মাত্র এক সপ্তাহ পার করেছেন, স্বাভাবিকভাবেই তিনি এখন মন্তব্য করবেন অনেক কিছু বিবেচনা করে। এ কারণে গতকাল তাঁর মন্তব্য আর আগের সব মন্তব্যের মধ্যে একটা মৌলিক পার্থক্য রয়েছে।
এটা ঠিক, নিজের ভবিষ্যৎ নিয়ে খুব অস্বস্তিতেই আছেন কোচ হাথুরু। দলের মধ্যেও এটি নিয়ে নানা জল্পনাকল্পনা। অবশ্য এই মুহূর্তে বেশির ভাগ খেলোয়াড়ের সমর্থন হাথুরুর প্রতিই। টিম ম্যানেজমেন্টের এক সদস্য পরশু যেমন বলছিলেন, খেলোয়াড়েরা হাথুরুর সিস্টেমের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছেন। আর তাঁর চুক্তির মেয়াদই আছে সাকল্যে ছয় মাস। এই সময়ে একজন কোচকে বিদায় করার আগে বিসিবি সভাপতি নিশ্চয়ই খেলোয়াড়দের মতামত শুনবেন। আর সেই মতামত যদি এই ছয় মাসের জন্য হাথুরুকে রেখে দেওয়ার পক্ষেই থাকে, তাহলে মেয়াদ শেষের আগে তাঁকে কি বিদায় করতে পারবে বিসিবি?
আরও পড়ুন:
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে